মিসর সফরে সৌদি যুবরাজ

মিসর সফরে গেছেন সৌদি আরবের ডি ফ্যাক্টো শাসক ও দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান (এমবিএস)। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সিরিজ সফরের শুরুতেই সোমবার সন্ধ্যায় কায়রো পৌঁছান তিনি। মঙ্গলবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা।

বিমানবন্দরে সৌদি যুবরাজকে স্বাগত জানান মিসরের প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসি। মঙ্গলবার কায়রোতে দেশটির প্রেসিডেন্ট প্যালেসে তাদের বৈঠকের কথা রয়েছে।

জেনারেল সিসির মুখপাত্র বাসাম রাদি জানিয়েছেন, দুই নেতা ‘আঞ্চলিক ও বৃহত্তর আন্তর্জাতিক রাজনৈতিক বিষয়ে’ আলোচনা করবেন।

মিসর সফর শেষে সৌদি যুবরাজ জর্ডান যাওয়ার কথা রয়েছে। সেখানে দেশটির বাদশাহ দ্বিতীয় আবদুল্লাহর সঙ্গে বৈঠকের কর্মসূচি রয়েছে তার।

জর্ডানের পর তুরস্ক সফরে যাবেন এমবিএস। সেখানে দেশটির প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ানের সঙ্গে তার সাক্ষাতের কথা রয়েছে।

সাংবাদিক জামাল খাশোগির বর্বরোচিত হত্যাকাণ্ডকে ঘিরে কয়েক বছর ধরে দুই দেশের তিক্ত সম্পর্ক উভয়কে পরস্পরের প্রতিপক্ষে পরিণত করেছে। তবে সম্প্রতি সম্পর্ক উন্নয়নে মনোযোগী হয় উভয় পক্ষ। এর অংশ হিসেবে গত এপ্রিলে সৌদি আরব সফর করেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান। এবার মধ্যপ্রাচ্যের তিন দেশ সফরের শেষ ধাপে আঙ্কারা সফরে যাচ্ছেন এমবিএস।