আলজেরিয়ার উদ্দেশে মিসর ছাড়লেন কাতারের আমির

আলজেরিয়ার উদ্দেশে মিসর ছাড়লেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। স্থানীয় সময় শনিবার বিকালে মিসরের রাজধানী কায়রো ছেড়ে যান তিনি। শনিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে কাতারভিত্তিক গালফ টাইমস।

মিসর সফরে দেশটির প্রেসিডেন্ট জেনারেল আবদেল ফাত্তাহ আল সিসির সঙ্গে বৈঠকে মিলিত হয়েছেন কাতারের আমির। সৌদি আরবের নেতৃত্বে চার আরব দেশের কাতারবিরোধী অবরোধের পর শেখ তামিমের এটিই প্রথম মিসর সফর। শুক্রবার কায়রো আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে তাকে স্বাগত জানান জেনারেল সিসি। শনিবারও বিমানবন্দরে শেখ তামিম বিন হামাদ আল থানি এবং তার সফরসঙ্গীদের বিদায় জানান মিসরের প্রেসিডেন্ট।

১৯তম মেডিটেরেনিয়ান গেমস ২০২২-এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে কাতারের আমিরকে আমন্ত্রণ জানিয়েছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেলমাজিদ তেবোউন। সেই অনুষ্ঠানে যোগ দিতেই দেশটি সফরে যাচ্ছেন শেখ তামিম বিন হামাদ আল থানি।