মুখরিত আরাফাত ময়দানে খুতবা শুরু

করোনাভাইরাস মহামারি যুগে সবচেয়ে বেশি মানুষের জমায়েত নিয়ে সৌদি আরবের আরাফাত ময়দানে সমবেত হয়েছেন হাজিরা। স্থানীয় সময় বেলা সাড়ে বারোটার দিকে খুতবা শুরু করেন সৌদি আলেম শায়খ মোহাম্মদ বিন আবদুল করিম আল ঈসা।

তীব্র গরম থেকে রক্ষা পেতে হাজিদের অনেকেই ছাতা ব্যবহার করছেন। আরাফাত ময়দানের পাথরে বসে কুরআন তেলাওয়াত করছেন তারা। এই ময়দানেই বিদায় হজের ভাষণ দিয়েছিলেন মহানবী হযরত মোহাম্মদ (সা)।

এই বছর হজে অংশ নেওয়ার সুযোগ পেয়েছেন দশ লাখ মুসলিম। গত দুই বছর মহামারির কারণে হাজির সংখ্যা নাটকীয়ভাবে কমানো হয়।

দিনভর আরাফাত ময়দানে অবস্থানের পর হাজিরা কাছে অবস্থিত মুজদালিফায় যাবেন। সেখানে খোলা আকাশের নিচে রাত কাটাবেন। আর শনিবার শয়তানের প্রতি প্রতীকি পাথর নিক্ষেপের জন্য পাথর সংগ্রহ করবেন।

মিসরীয় হাজি সাদ ফারহাত খলিল বলেন, ‘অন্য সবার মতো এখানে থাকতে পারায় আমি খুশি। করোনাভাইরাস যুগে এটাই সবচেয়ে বড় হজ, তারপরও এটা যথেষ্ট নয়’। তিনি বলেন, ‘আজ এখানে দশ লাখ আছেন কিন্তু সৌদিরা অনুমতি দিলে আরও এক কোটি মানুষ এখানে থাকতেন’।

সূত্র: আরব নিউজ