গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানে সুইডেনের নাগরিক আটক

গুপ্তচরবৃত্তির অভিযোগে সুইডেনের এক নাগরিককে আটক করেছে ইরান। বেশ কিছুদিন নজরদারি রাখার পর তাকে আটক করতে সক্ষম হয়েছে দেশটির গোয়েন্দারা। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় শনিবার (৩০ জুলাই) এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, সুইডেনের এই গুপ্তচর একাধিকবার ইরান সফর করেছেন। তার আচরণের কারণে অনেক আগে থেকেই তার নাম সন্দেহভাজনদের তালিকায় ছিল। এবার সফর শেষে ইরান ছাড়ার আগ মুহূর্তে তাকে আটক করা হয়েছে। সুইডেনের এই নাগরিক এর আগে ইসরাইলে ভ্রমণেরও ইতিহাস রয়েছে।

গত মে মাসে সুইডিশ পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, ৩০ বছর বয়সী এক ব্যক্তিকে ইরানে গ্রেফতার হয়েছে। তবে ইরান ওই ব্যক্তির গ্রেফতারের খবর জানায়নি। নতুন করে আটক হওয়া ব্যক্তি ও আগে আটক হওয়া ব্যক্তি একই কিনা তাও স্পষ্ট নয়।

সূত্র: আল জাজিরা, পার্স টুডে।