অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বিমান হামলা, নিহত বেড়ে ২৯

অবরুদ্ধ গাজা উপত্যাকায় ইসরায়েলি বাহিনীর বিমান হামলায় বাড়ছে ফিলিস্তিনিদের লাশের সারি। শুক্রবার থেকে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৯ জনে। এরমধ্যে ছয় শিশু রয়েছে। আহত হয়েছেন আড়াই শতাধিক ফিলিস্তিনি।

ইসরায়েলের এক কর্মকর্তা দাবি করেন, গাজা থেকে প্রায় ৪০০ রকেট ও মর্টার নিক্ষেপ করা হয়েছে। জবাবে ফিলিস্তিনের ইসলামিক জিহাদের (পিআইজে) অবস্থান লক্ষ্য করে তাৎক্ষণিক বিমান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। 

রবিবার (৭ আগস্ট) সংঘর্ষের তৃতীয় দিনে গড়িয়েছে। গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরেও থমথমে পরিস্থিতি দেখা গেছে।

শনিবার দক্ষিণ গাজার রাফাহ শহরের একটি বাড়িতে ইসরায়েলি বিমান হামলায় পিআইজের জ্যেষ্ঠ নেতা খালেদ মনসুর নিহত হয়েছেন। এর আগে তাকে পাঁচবার হত্যার প্রচেষ্টা চালানো হলে বেঁচে যান। জঙ্গি সংশ্লিষ্ট কার্যক্রমে সে জড়িত বলে দাবি ইসরায়েলের। আগের দিন শুক্রবার পিআইজের আরেক শীর্ষ কমান্ডার তাইসির জাবারির বিমান হামলায় নিহত হন।

এদিকে আল জাজিরার প্রতিবেদক ইয়ামনা এলসাইদ জানান, গত শুক্রবার থেকে ইসরায়েলি বাহিনী যেসব হামলা চালিয়ে আসছে, তার মধ্যে জাবালিয়া এলাকার এই হামলা ছিল সবচেয়ে ভয়াবহ। তিনি বলেন, ‘শনিবার সরাসরি বেসামরিক মানুষ ও তাদের বাড়িঘর লক্ষ্য করে হামলা করেছে ইসরায়েল।’

সূত্র: বিবিসি, আল জাজিরা