ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞার আহ্বান জার্মানির

ইরানের ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানিয়েছে জার্মানি। সোমবার জার্মান পররাষ্ট্রমন্ত্রী আনালেনা বেয়ারবক এ আহ্বান জানিয়েছেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে তুরস্কভিত্তিক সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

গত ১৬ সেপ্টেম্বর ২২ বছর বয়সী কুর্দি নারী মাহশা আমিনি (২২) ইরানের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এর আগে দেশটির কঠোর পোশাকবিধি লঙ্ঘনের দায়ে নৈতিকতা পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তিনি অজ্ঞান হয়ে কোমায় চলে গিয়েছিলেন। এ ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে কঠোর পোশাকবিধি বাতিল এবং নারীদের অবাধ চলাচলের স্বাধীনতার দাবিতে বিক্ষোভ শুরু হয়। বিক্ষোভ দমন করতে সহিংসতার আশ্রয় নেওয়ায় তেহরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান জার্মান পররাষ্ট্রমন্ত্রী।

আনালেনা বেয়ারবক জার্মান বার্তা সংস্থা ডিপিএকে বলেছেন, সহিংসতার মাধ্যমে শান্তিপূর্ণ বিক্ষোভ দমনের প্রচেষ্টা বিনা উত্তরে পার পেয়ে যেতে পারে না। এ ঘটনায় দায়ীদের নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়া উচিত।

নারীর অধিকারকে সমাজের একটি গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে আখ্যায়িত করে তিনি বলেন, একটি দেশে নারীরা নিরাপদ না থাকলে কেউ নিরাপদ নয়।

সোমবার বার্লিনে এক সংবাদ সম্মেলনে জার্মান পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ক্রিশ্চিয়ান ওয়াগনার জানান, বার্লিনে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব করা হয়েছে।