‘দূর হও রাইসি’, ইরানি প্রেসিডেন্টকে লক্ষ্য করে নারী শিক্ষার্থীদের স্লোগান

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি যখন শনিবার তেহরানের একটি বিশ্ববিদ্যালয় হাজির হয়েছিলেন তখন সেই ক্যাম্পাসে একদল নারী শিক্ষার্থী স্লোগান দিয়েছেন ‘দূর হও রাইসি’। বিশ্ববিদ্যালয়ে দেওয়া ভাষণে রাইসি পুলিশ হেফাজতে মাহশা আমিনির মৃত্যুতে প্রতিবাদকারীদের নিন্দা করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও সূত্রে এখবর জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।

তেহরানের আল-জাহরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের উদ্দেশে দেওয়া ভাষণে ইরানি প্রেসিডেন্ট একটি কবিতা আবৃত্তি করেছেন। এতে ‘দাঙ্গাকারীদের’ তুলনা করা হয়েছে মাছির সঙ্গে।

টুইটারে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, ইরানের প্রেসিডেন্ট যখন ক্যাম্পাসে আসেন তখন নারী শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন, ‘দূর হও রাইসি’, ‘দূর হও মোল্লারা’। অপর একটি ভিডিওতে দেখা গেছে রাইসিকে ইঙ্গিত করে শিক্ষার্থীরা স্লোগান দিচ্ছেন, ‘দুর্নীতিবাজ অতিথি আমরা চাই না’।

রয়টার্সের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে ভিডিওর সত্যতা স্বতন্ত্রভাবে যাচাই করা সম্ভব হয়নি।

২২ বছর বয়সী মাহশা আমিনির ১৬ সেপ্টেম্বর মৃত্যুর পর এই বিক্ষোভ শুরু হয়েছিল। ইরানে নারীদের জন্য কঠোর পোশাকবিধি লঙ্ঘনের দায়ে তাকে মৃত্যুর তিন দিন আগে গ্রেফতার করেছিল দেশটির নৈতিকতা পুলিশ।

কর্তৃপক্ষের তদন্তে দাবি করা হয়েছে, মাথায় আঘাতে নয়, পুরনো অসুস্থতায় মৃত্যু হয়েছে আমিনির। যদিও নিহতের পরিবার দাবি করেছে, তিনি সুস্থ ও সবল ছিলেন। পুলিশি হেফাজতে নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে।

মানবাধিকার সংস্থাগুলো বলছে, চলমান বিক্ষোভে এখন পর্যন্ত ‌অন্তত ১৮৫ জন নিহত, শতাধিক আহত ও কয়েক হাজার বিক্ষোভকারীকে গ্রেফতার করা হয়েছে।