ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার পথে ইইউ?

ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞার পথে হাঁটছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। শনিবার এমন ইঙ্গিত দিয়েছেন আঞ্চলিক ব্লকটির প্রভাবশালী সদস্য জার্মানির চ্যান্সেলর ওলাফ শলৎস। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম রয়টার্স।

ওলাফ শলৎস বলেন, তিনি আগামী সপ্তাহে ইরানের  ওপর ইউরোপীয় ইউনিয়নের তরফে নতুন দফায় নিষেধাজ্ঞা আরোপের পক্ষপাতী।

টুইটারে দেওয়া এক ভিডিও বার্তায় জার্মান চ্যান্সেলর বলেন, ‘আমরা বিপ্লবী গার্ড কর্পস এবং রাজনৈতিক নেতৃত্বের ওপর চাপ বাড়াতে চাই।’

ইউক্রেনে রুশ বাহিনীর ইরানি ড্রোন ব্যবহারের ঘটনায় এমনিতেই পশ্চিমাদের চাপের মুখে রয়েছে তেহরান। গত ৫ নভেম্বর প্রথমবারের মতো রাশিয়াকে ড্রোন সরবরাহের কথা স্বীকার করে ইরানের কর্তৃপক্ষ। এদিন দেশটির ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দোল্লাহিয়ান বলেন, ইউক্রেনে রুশ যুদ্ধ শুরুর আগেই মস্কোকে ইরানের নির্মিত ড্রোন সরবরাহ করা হয়েছে।

তেহরানে সাংবাদিকদের ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউক্রেন যুদ্ধ শুরু হওয়ার কয়েক মাস আগে আমরা অল্প কয়েকটি ড্রোন রাশিয়াকে সরবরাহ করেছি।