ইরানে সরকারবিরোধী বিক্ষোভে নিহত ২ শতাধিক

ইরানে সরকারবিরোধী চলমান আন্দোলনে প্রথমবার আনুষ্ঠানিকভাবে নিহতের কথা জানালো দেশটির অভ্যন্তরীণ মন্ত্রণালয়ের রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদ। শনিবার (৩ ডিসেম্বর) বিবৃতিতে জানিয়েছে, গত সেপ্টেম্বর থেকে চলা আন্দোলনে ২ শতাধিক মানুষ নিহত হয়েছেন।

বিবৃতিতে দাবি করা হয়, সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর সময় বিদেশি বিভিন্ন গোষ্ঠীর সঙ্গে সংশ্লিষ্টরা নিহত হয়েছেন। এদের বেশিরভাগই ‘দাঙ্গাকারী’ এবং ‘সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীর সদস্য’ ছিল। সন্ত্রাসীদের হামলায় নিরাপত্তা বাহিনীর অনেক সদস্যও মারা গেছেন।

যদিও তারা কীভাবে মারা গেছেন সে বিষয়ে বিস্তারিত জানায়নি রাষ্ট্রীয় নিরাপত্তা পরিষদ। এর আগে, ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পসের (আইআরজিসি) শীর্ষ জেনারেল আমির আলী হাজিজাদেহ জানিয়েছিলেন, দেশজুড়ে তুমুল বিক্ষোভের সময় তিন শতাধিক মানুষ শহিদ এবং নিহত হয়েছেন।

যদিও একাধিক আন্তর্জাতিক মানবাধিকার গোষ্ঠীগুলো ৪০০ জন নিহতের কথা জানিয়েছিল।

উল্লেখ্য, গত ১৬ সেপ্টেম্বর ২২ বছর বয়সী কুর্দি নারী মাহশা আমিনি (২২) ইরানের একটি হাসপাতালে মৃত্যুবরণ করেন। এর আগে দেশটির কঠোর পোশাকবিধি লঙ্ঘনের দায়ে নৈতিকতা পুলিশ তাকে গ্রেফতার করে। পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তিনি অজ্ঞান হয়ে কোমায় চলে যান। এ ঘটনাকে কেন্দ্র করে দেশটিতে কঠোর পোশাকবিধি বাতিল এবং নারীদের অবাধ চলাচলের স্বাধীনতার দাবিতে বিক্ষোভ শুরু হয়।

সূত্র: আল জাজিরা