ইরানের সাবেক প্রেসিডেন্টের মেয়ের ৫ বছরের কারাদণ্ড

ইরানের সাবেক প্রেসিডেন্ট আকবর হাশেমি রাফসানজানির অ্যাক্টিভিস্ট মেয়ে ফায়েজেহ হাশেমিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। মঙ্গলবার হাশেমির আইনজীবী এই তথ্য জানিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

হাশেমির বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে বিস্তারিত জানাননি তার আইনজীবী। কিন্তু তেহরানের সরকারি কৌঁসুলি ইঙ্গিত দিয়েছেন, ইসলামি সরকার ব্যবস্থার বিরুদ্ধে প্রচারণা চালানোর অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

সেপ্টেম্বরে ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছিল তেহরানে সহিংসতায় হাশেমির বিরুদ্ধে উসকানির অভিযোগ আনা হয়েছে। নৈতিকতা পুলিশের হেফাজতে কুর্দি নারীর মৃত্যুতে চলমান বিক্ষোভে তার বিরুদ্ধে এই উসকানির অভিযোগ আনা হয়।

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর ইরানের ধর্মীয় শাসন ব্যবস্থা যেসব কঠিন চ্যালেঞ্জের মুখে পড়েছে চলমান বিক্ষোভকে সেটির একটি হিসেবে বিবেচনা করা হচ্ছে।

হাশেমির আইনজীবী নেদা শামস টুইটারে লিখেছেন, ফায়েজেহ হাশেমিকে গ্রেফতারের পর তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে এই চূড়ান্ত নয়।

২০১২ সালে হাশেমিকে কারাদণ্ড দেওয়া হয়েছিল। এর আগে ২০০৯ সালে বিতর্কিত নির্বাচন ঘিরে রাষ্ট্রবিরোধী প্রচারণার অভিযোগে তাকে রাজনৈতিক কর্মকাণ্ড থেকে নিষিদ্ধ করা হয়েছিল।

২০১৭ সালে তার বাবা ইরানের সাবেক প্রেসিডেন্ট রাফসানজানির মৃত্যু হয়।