ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত তুর্কি শহরের স্কুলে পাঠদান স্থগিত এক সপ্তাহ

তুরস্কে ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ১০টি শহর ও প্রদেশগুলোতে এক সপ্তাহের জন্য স্কুলে পাঠদান স্থগিত করা হয়েছে। দেশটির ভাইস-প্রেসিডেন্ট ফুয়াত ওকটায় এ কথা জানিয়েছেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে বিষয়টি জানা গেছে।

ক্ষতিগ্রস্ত শহর ও প্রদেশগুলোর মধ্যে রয়েছে তালিকায় সেগুলো হলো কাহরামানমারাস, হাতায়, গাজিয়ানটেপ, ওসমানিয়ে, আদিয়ামান, মালাটিয়া, সানলিউরফা, আদানা, দিয়ারবাকির ও কিলিস।

তুর্কি ভাইস-প্রেসিডেন্ট আরও বলেছেন, হাতায় বিমানবন্দরে ফ্লাইট স্থগিত করা হয়েছে। এছাড়া মারাস ও আন্তেপ বিমানবন্দরেও বেসামরিক ফ্লাইট বন্ধ রাখা হয়েছে।

ভূমিকম্পের সব খবর পড়তে ক্লিক করুন: সিরিয়া-তুরস্কে ভূমিকম্প

সোমবার তুর্কি প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোয়ান বলেছেন, তুরস্কে নিহতের সংখ্যা ৯১২ এবং আহতের সংখ্যা ৫ হাজার ৩৮৩।

তিনি আরও বলেছেন, নিহতের সংখ্যা বেড়ে কত হতে পারে তা সম্পর্কে কোনও ধারণাই করতে পারছে না কর্তৃপক্ষ। উদ্ধার ও অনুসন্ধান অভিযান চলছে।

রয়টার্স জানিয়েছে, এখন পর্যন্ত ৪৫টি দেশ তুরস্ককে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছে।