তেল বিক্রি করে আরামকোর রেকর্ড মুনাফা

বৈশ্বিক অর্থনৈতিক মন্দার মধ্যেই ২০২২ সালে ১৬ হাজার ১১০ কোটি মার্কিন ডলার মুনাফা করেছে সৌদি তেল জায়ান্ট আরামকো। শনিবার (১১ মার্চ) প্রকাশিত বার্ষিক প্রতিবেদনে কোম্পানিটি জানিয়েছে, তালিকাভুক্ত কোম্পানি হিসেবে এক বছরের মধ্যে এটি তাদের সর্বোচ্চ মুনাফা।

বিবিসির খবরে বলা হয়েছে, ২০২১ সালের তুলনায় রাষ্ট্রীয় মালিকানাধীন তেল কোম্পানিটি ৪৬ দশমিক ৫ শতাংশ বেশি মুনাফা করেছে। বিপুল এ মুনাফা এসেছে জ্বালানি তেলের উচ্চ মূল্য, আগের তুলনায় বেশি তেল বিক্রি এবং পরিশোধিত তেলে আরও বেশি লাভ করার মাধ্যমে। আরামকোর মতো গত বছর বিপুল মুনাফা করেছে বিপি, শেল, এক্সনমোবিল ও শেভরনের মতো বিশ্বের অন্যান্য বড় তেল কোম্পানিগুলো।

আরামকোর প্রধান নির্বাহী আমির নাসের বলেন, ‘তেল ও গ্যাস অনুমেয় ভবিষ্যৎ পর্যন্ত প্রয়োজনীয় একটি পণ্য হিসেবে থাকবে। সে তুলনায় এ খাতে খুব কম বিনিয়োগ যে ঝুঁকি তৈরি করছে, সেটি এখন বাস্তব। আর এর কারণে তেলের দামও বাড়ছে।’

তিনি আরও বলেন, ‘ঝুঁকি প্রশমিত করতে আরামকো যে শুধু তেল, গ্যাস ও কেমিক্যালসের উৎপাদন বাড়াতে মনোযোগ দিচ্ছে, তা-ই নয়, একই সঙ্গে স্বল্প কার্বন প্রযুক্তিতে বিনিয়োগ করছি আমরা; যাতে কার্বন নিঃসরণ কমিয়ে আনা যায়।’

২০২২ সালের মাঝের চার মাসে রেকর্ড ৪২ দশমিক ৪ বিলিয়ন ডলার মুনাফা করার কথা জানিয়েছিল আরামকো। ওই সময়ই বিশ্বব্যাপী তেলের দাম সবচেয়ে বেশি ছিল।

বর্তমানে আন্তর্জাতিক বাজারে বেঞ্চমার্ক অপরিশোধিত প্রতি ব্যারল তেল ৮২ ডলারে বিক্রি হচ্ছে। তবে গত বছরের জুনে তা ১২০ ডলার ছুঁয়েছিল।

ইউক্রেনে রাশিয়া হামলা শুরু করার পর বিশ্ববাজারে তেল ও গ্যাসের দাম অনেকটা বেড়েছে। সাত বছর পর ব্রেন্ট ক্রুড তেলের দাম প্রতি ব্যারেল ১০০ ডলার ছাড়িয়ে যায়। সূত্র: বিবিসি