রমজানে আল আকসায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডব, আহত ৭

রমজান মাসে অধিকৃত জেরুজালেমের আল আকসা মসজিদ প্রাঙ্গনে মুসল্লিদের ওপর হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার রাতে অভিযান চালালে ৭ জন আহত হন। তবে ইসরায়েলি পুলিশের দাবি, তারা পূর্বের দাঙ্গার ঘটনার জবাব দিতে অভিযান চালিয়েছে।

ফিলিস্তিনের রেড ক্রিসেন্ট এক বিবৃতিতে আহতের খবর জানালেও সংখ্যা উল্লেখ করেনি। বিবৃতিতে দাবি করা হয়েছে, চিকিৎসকদের আল আকসা প্রাঙ্গনে প্রবেশে বাঁধা দিচ্ছে ইসরায়েলি বাহিনী।

কয়েকদিন ধরে উত্তেজনা বেড়েছে জেরুজালেমে। ছবি: রয়টার্স

রমজানে আল আকায় ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের ঘটনায় আবারও উত্তেজনা জেরুজালেমে। এ ঘটনায় ক্ষুব্ধ ফিলিস্তিনিরা। বার্তা সংস্থা রয়টার্সকে একজন প্রবীণ নারী কেঁদে কেঁদে বলেন, আমি একটি চেয়ারে বসে কোরআন তিলাওয়াত করছিলাম। আমার দম নিতে কষ্ট হচ্ছিল। তারা স্টান গ্রেনেড ছুড়ে। এর একটি আমার বুকে এসে আঘাত করে।

পরিস্থিতি সম্পর্কে ইসরায়েলি পুলিশ বিবৃতিতে জানায়, ‘মুখোশধারী আন্দোলনকারীরা’ আতশবাজি, লাঠি ও পাথর নিয়ে মসজিদের ভেতরে অবস্থান নেওয়ায় তারা জোর করে মসজিদ কম্পাউন্ডে প্রবেশ করে।

আরও বলা হয়েছে, মসজিদ প্রাঙ্গণে পুলিশ প্রবেশ করার পর পাথর ছুড়ে মারে এবং মসজিদের ভেতর থেকে আতশবাজি নিক্ষেপ করা হয়। এতে একজন পুলিশ কর্মকর্তার পায়ে আঘাত লাগে।

অধিকৃত পূর্ব জেরুজালেম ও পশ্চিম তীরে কয়েক মাস ধরে উত্তেজনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে কোনও ধর্মীয় উৎসবে। রমজানে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে প্রতি বছরই। আল আকসায় প্রবেশ নিয়ে মুখোমুখি অবস্থানে চলে যায় ফিলিস্তিনি ও ইসরায়েলি বাহিনী।

ফিলিস্তিনি মুসল্লিদের ওপর সবশেষ হামলার ঘটনাকে ‘অপরাধ’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে ফিলিস্তিনের গোষ্ঠীগুলো।

ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের মুখপাত্র নাবিল আবু রুদেনিহ বলেন, আমরা পবিত্র স্থানগুলো রেড লাইন অতিক্রমের বিরুদ্ধে দখলদারিত্বকে সতর্ক করছি। নয়তো বড় ধরনের সংঘাত ঘটার শঙ্কা রয়েছে। সূত্র: রয়টার্স