ইসরায়েলি বাহিনীর গুলিতে ফিলিস্তিনি নিহত

ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর গুলিতে আবারও প্রাণ হারালেন এক ফিলিস্তিনি কিশোর। রবিবার পশ্চিম তীরের নাবলুস শহরে  ছুরিকাঘাতের চেষ্টার কথিত অভিযোগে তাকে গুলি করে হত্যা করা হয়। এর আগে গত সপ্তাহে একই অভিযোগ এনে অন্তত চার ফিলিস্তিনি কিশোরকে গুলি করে হত্যা করে ইসরায়েলি সেনারা।

noname

ইসরায়েলি সেনাবাহিনী এবং ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ হত্যাকাণ্ডের খবর নিশ্চিত করা হয়েছে। নিহত ১৬ বছরের ওই কিশোরের নাম দিয়াব আবু আল-রুব। তিনি পশ্চিম তীরের কাবাতিয়া গ্রামের বাসিন্দা ছিলেন।

ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে দাবি করা হয়েছে, ওই কিশোর পশ্চিম তীরের নাবলুস শহরের দক্ষিণের একটি এলাকায় ইসরায়েলি সেনাদের ছুরিকাঘাতের চেষ্টা করেছিল।

ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের হিসাব অনুযায়ী, ২০১৫ সালের অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী ও অবৈধ বসতি স্থাপনকারীদের গুলিতে অন্তত ১৮০ জন ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। বিপরীতে মুক্তিকামী ফিলিস্তিনিদের প্রতিরোধ আক্রমণে নিহত হয়েছেন অন্তত ২৭ ইসরায়েলি।

/এমপি/বিএ/