তেহরান-ওয়াশিংটন চুক্তি

জেল থেকে ৫ মার্কিন নাগরিক গৃহবন্দি

ইরানে আটক যুক্তরাষ্ট্রের কয়েকজন নাগরিককে কারাগার থেকে গৃহবন্দিতে স্থানান্তরিত করা হয়েছে। এ পদক্ষেপকে ওয়াশিংটন এবং তেহরানের মধ্যে একটি সম্ভাব্য বন্দি বিনিময় চুক্তির প্রথম পদক্ষেপ বলে বর্ণনা করেছে নিউ ইয়র্ক টাইমস।

চুক্তিতে জড়িত ব্যক্তিদের উদ্ধৃত করে মার্কিন সংবাদমাধ্যমটি বৃহস্পতিবার জানায়, পাঁচ দ্বৈত মার্কিন-ইরানি নাগরিককে জেল থেকে গৃহবন্দি করা হয়েছে।

সংবাদপত্রটি বন্দিদের মধ্যে তিনজনের নাম প্রকাশ করেছে। তারা হলেন সিয়ামক নামাজি, এমাদ শারঘি এবং মোরাদ তাহবাজ। বাকি দুজনের পরিবার তাদের পরিচয় গোপন রেখেছে।

সিয়ামক নামাজির আইনজীবী জ্যারেড জেনসার টাইমসকে জানান, চারজনকে বৃহস্পতিবার ইরানের এভিন কারাগার থেকে রাজধানীর একটি হোটেলে নেওয়া হয়েছে।

পঞ্চম বন্দিকে এর আগে মুক্তি দেওয়া হয় বলে জানিয়েছে পত্রিকাটি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা বাড়ার মধ্যেই এই খবরটি এলো। উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক মোতায়েন বৃদ্ধির পাশাপাশি ইরানের পরমাণু চুক্তি পুনরুজ্জীবিত করার কূটনৈতিক প্রচেষ্টা স্থগিত করায় ওয়াশিংটনের সঙ্গে তেহরানের সম্পর্কের ফাটল আরও বেড়েছে।

এমন প্রেক্ষাপটে ইরানে আটক মার্কিন নাগরিকদের বিরুদ্ধে ব্যবস্থা শিথিল করে তেহরান কূটনীতিতে এগিয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। কারণ আটক ব্যক্তিদের পরিবার তাদের মুক্তি নিশ্চিতের জন্য মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর চাপ দিয়ে আসছে।

সূত্র: নিউ ইয়র্ক টাইমস