সিরিয়ায় আসাদের পদত্যাগ দাবিতে বিক্ষোভ গড়ালো দ্বিতীয় সপ্তাহে

সিরিয়ার দক্ষিণাঞ্চলে সরকার নিয়ন্ত্রিত অঞ্চলগুলোতে চলমান বিক্ষোভ দ্বিতীয় সপ্তাহে গড়িয়েছে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পদত্যাগ দাবি করছেন। সোমবার সুওয়াইদা শহরে একটি প্রাদেশিক সড়ক  বন্ধ করে দেন প্রতিবাদকারীরা। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

অ্যাক্টিভিস্টদের পরিচালিত একটি সংগঠনের ভিডিওতে দেখা গেছে, কয়েক শ’  মানুষ সুওয়াইদা শহরের মূল চত্বরে জড়ো হয়েছেন। তাদের হাতে রয়েছে দ্রুজ পতাকা। তারা স্লোগান দিচ্ছিলেন, সিরিয়া দীর্ঘজীবী হোক, আসাদের পতন হোক।

আরেকটি  ভিডিওতে দেখা গেছে, রবিবার ক্ষমতাসীন বাথ পার্টির  একটি শাখা কার্যালয়ের দরজা লাগিয়ে দিচ্ছেন বিক্ষোভকারীরা।

জ্বালানির মূল্যবৃদ্ধি, আর্থিক দুর্নীতি ও সরকারের অব্যবস্থাপনা সরকারবিরোধী বিক্ষোভকে গতি দিয়েছে। বিক্ষোভকারীরা একাধিকবার  আসাদের পদত্যাগ দাবি করেছেন।  পুরো দক্ষিণাঞ্চলে ধীরে ধীরে বিক্ষোভ জোরালো হচ্ছে। তারা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে অন্তবর্তীকালীন সরকারের পক্ষে একটি রেজুলেশন দাবি  করছেন। এছাড়া ১২ বছর আগে  সরকারবিরোধী বিক্ষোভের সময় গুম হওয়া ব্যক্তিদের ফেরত চাইছেন তারা।

চলতি বছর জুন মাসে জাতিসংঘ বলেছিলে, সিরিয়ার ১২ বছরের সংঘাত  দেশটির ৯০ শতাংশ জনগণকে দারিদ্র্যসীমার নিচে নামিয়ে এনেছে। একই সঙ্গে বাড়ছে খাদ্যদ্রব্য ও জ্বালানির দাম এবং থাকছে না বিদ্যুৎ।

বিক্ষোভ নিরসনে সরকার কোনও দৃশ্যমান পদক্ষেপ নেয়নি। পুনর্মিলন প্রধান ওমর রাহমুন সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ করেছেন, বিক্ষোভকারীরা চরমপন্থি গোষ্ঠীর পক্ষে কাজ করছেন।