আঙ্কারায় আত্মঘাতী হামলার জেরে ইরাকের কুর্দি স্থাপনায় তুর্কি অভিযান

রাজধানী আঙ্কারার প্রাণকেন্দ্রে আত্মঘাতী বোমা বিস্ফোরণের পর ইরাকের উত্তরাঞ্চলের কুর্দি স্থাপনায় অভিযান চালিয়েছে তুরস্ক। তুর্কি স্বরাষ্ট্র মন্ত্রণালয় রবিবার বিবৃতিতে জানিয়েছে, নিষিদ্ধ ঘোষিত কুর্দিস্তান ওয়ার্কস পার্টি’র (পিকেকে) ২০টি স্থানে বিমান হামলা চালানো হয়। আত্মরক্ষার্থে জাতিসংঘের নিয়ম মেনে ইরাক সীমান্তে অভিযানটি চালায় এরদোয়ান সরকার।

তুর্কি সামরিক বাহিনী ইরাকের গারা, হাকুরক, মেতিনা এবং কান্দিলের পিকেকে ঘাঁটিতে বিমান হামলা চালিয়ে আস্তানা, অস্ত্র ও গোলাবারুদের ডিপো ধ্বংস করে দেয়।

এই অভিযানের কয়েক ঘণ্টা আগে আঙ্কারার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে আত্মঘাতী বিস্ফোরণ ঘটায় দুই সন্ত্রাসী। তাদের উদ্দেশ্য ছিল ভেতরে ঢুকে বিস্ফোরণ ঘটানো। সেই সুযোগ না পাওয়ায় দ্রুত বাইরে ঘটনাটি ঘটিয়েছে। এতে দুই পুলিশ সদস্য আহত হন। পুলিশের গুলিতে সন্ত্রাসীদের একজন নিহত হন।

এর কিছুক্ষণ পর আত্মঘাতী হামলার দায় স্বীকার করে পিকেকে। তাদের একটি দল এই ঘটনা ঘটিয়েছে বলে দাবি সশস্ত্র গোষ্ঠীটির। পিকেকে গোষ্ঠী তুরস্ক, যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সন্ত্রাসী তালিকায় অন্তর্ভুক্ত। সূত্র: আল জাজিরা, টিআরটি