ইসরায়েলে দূরপাল্লার রকেট ছুড়লো হামাস

ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় বন্দরনগরী এলিটে দূরপাল্লার রকেট ছোড়ার দাবি করেছে হামাস। তবে হামাসের ছোড়া রকেটটি খোলা জায়গায় আছড়ে পড়েছে বলে জানিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার (২৫ অক্টোবর) আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

লোহিত সাগর উপকূলবর্তী এলিট শহর গাজা থেকে ২২০ কিলোমিটার দূরে অবস্থিত। উপত্যকা থেকে দূরের এই শহরটিতে রকেট হামলায় তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। গত ৭ অক্টোবর গাজায় ইসরায়েলে হামলার পর এই প্রথম দূরপাল্লার রকেট ছোড়ার খবর পাওয়া গেলো।

দশকের পর দশক ফিলিস্তিনের ওপর দমন-পীড়নের প্রতিবাদে গত গত ৭ অক্টোবর ইসরায়েলে অন্তত ৫ হাজার রকেট ছোড়ে হামাস। ওই হামলায় ১৪শ’র বেশি ইসরায়েলি প্রাণ হারান। জবাবে গাজায় গত ১৮ দিন টানা বিমান হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। এতে নারী ও শিশুসহ সাড়ে ৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। বাস্তুচ্যুত লাখ লাখ ফিলিস্তিনি।