ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত অবসানে দ্বি-রাষ্ট্র সমাধান প্রয়োজন: জাতিসংঘ

ফিলিস্তিন-ইসরায়েলের সংঘাত সমাধানের জন্য দ্বি-রাষ্ট্রীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছে জাতিসংঘ। বুধবার (২৯ নভেম্বর) আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি এই আহ্বান জানিয়ে সংস্থাটি বলেছে, দুই রাষ্ট্রেরই রাজধানী হবে জেরুজালেম। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

জাতিসংঘের প্রধান আন্তোনিও গুতেরেসের রচিত এক বক্তব্য দেওয়ার সময় জেনেভায় জাতিসংঘের অফিসের মহাপরিচালক তাতিয়ানা ভালোয়ায়া বলেন, ফিলিস্তিন-ইসরায়েলের সংঘাতকে জাতিসংঘের রেজুলেশন ও আন্তর্জাতিক আইনের ভিত্তিতে দ্বি-রাষ্ট্রীয় সমাধান করতে হবে। এটি বাস্তবায়ন করা অপরিহার্য হয়ে উঠেছে।

তাতিয়ানা ভালোয়ায়া আরও বলেন, শান্তিতে সহাবস্থান করবে ইসরায়েল-ফিলিস্তিন। জেরুজালেম হবে এই দুই দেশের রাজধানী।