লোহিত সাগরে সম্ভাব্য বিস্ফোরণের কথা জানালো ব্রিটেন

ব্রিটেনের মেরিটাইম ট্রেড অপারেশনস এজেন্সি (ইউকেএমটিও) লোহিত সাগরের বাব আল-মান্দাব প্রণালিতে ড্রোন সক্রিয়তা ও সম্ভাব্য বিস্ফোরণের কথা জানিয়েছে। রবিবার তারা এই দাবি করেছে। ব্রিটিশ বার্তা সংস্থঅ রয়টার্স এ খবর জানিয়েছে।

ইউকেএমটিও বলেছে, ড্রোন সক্রিয়তার উৎস ইয়েমেন। ওই জলসীমায় নৌযানগুলোকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

রয়টার্সের পক্ষ থেকে ব্রিটেনের দাবির  সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।

এটি ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলের মধ্যকার সংঘাত শুরুর পর ভূমধ্যসাগরের পূর্বাঞ্চলের সর্বশেষ হামলার ঘটনা। গত  মাসে ইসরায়েল সংশ্লিষ্ট একটি কার্গো জাহাজ জব্দ করেছে ইয়েমেনের ইরানপন্থি হুথি বিদ্রোহীরা। ইয়েমেনের লোহিত সাগরীয় উপকূলের নিয়ন্ত্রণ এই গোষ্ঠীর হাতে। ইসরায়েলকে লক্ষ্য করে একাধিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও সশস্ত্র ড্রোন উৎক্ষেপণ করেছে তারা। ইসরায়েলি নৌযানে হামলারও হুমকি দিয়েছে হুথিরা।

রবিবারের ঘটনা সম্পর্কে হুথিদের কোনও মন্তব্য পাওয়া যায়নি।

গত সপ্তাহে ইসরায়েলি ব্যবস্থাপনায় পরিচালিত একটি বাণিজ্যিক ট্যাংকারকে এডেন উপসাগরে জব্দ করেছিল সশস্ত্র ব্যক্তিরা। পরে মার্কিন নৌবাহিনীর যুদ্ধজাহাজ ট্যাংকারটিকে মুক্ত করে।