ইসরায়েলের ‘যুদ্ধাপরাধ’ বন্ধ না হলে সংঘাত ছড়িয়ে পড়বে: ইরান

ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমিরাব্দোল্লাহিয়ান সতর্ক করে বলেছেন, ফিলিস্তিনিদের ওপর যুদ্ধাপরাধ যদি ইসরায়েল বন্ধ না করে তাহলে তা আঞ্চলিক সংঘাতে পরিণত হতে পারে। শনিবার রাতে ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি-বিষয়ক প্রধান জোসেপ বোরেলের সঙ্গে এক ফোনালাপে এ মন্তব্য করেছেন তিনি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইরানি পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েলি শাসকদের দ্বারা গাজা ও পশ্চিম তীরে যুদ্ধাপরাধ বন্ধ না হলে এই যুদ্ধ মধ্যপ্রাচ্য ও এর বাইরে ছড়িয়ে পড়ার সুযোগ রয়েছে।

তিনি বলেছেন, অবিলম্বে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরায়েলের পাশবিক হামলা বন্ধ এবং গাজায় মানবিক ত্রাণ সরবরাহ করার ব্যবস্থা নিতে হবে।

ফিলিস্তিনি ভূখণ্ড থেকে গাজাবাসীকে বিতাড়নের যেকোনও পরিকল্পনার বিষয়ে তেল আবিবের প্রতি সতর্কবার্তা উচ্চারণ করেছেন ইরানি মন্ত্রী।

গাজায় হামাস ও ইসরায়েলের সংঘাতে ফিলিস্তিনিদের পক্ষে সক্রিয় ভূমিকা রাখছে ইরানপন্থি লেবাননের হিজবুল্লাহ ও ইয়েমেনের হুথি বিদ্রোহীরা।

৭ অক্টোবরের পর থেকে ইসরায়েলি অবস্থানে প্রায় প্রতিদিন রকেট হামলা চালাচ্ছে হিজবুল্লাহ। আর লোহিত সাগরে ইসরায়েলি সংশ্লিষ্ট জাহাজকে লক্ষ্যবস্তু করছে হুথিরা।