চারদিন পর ধ্বংসস্তূপ থেকে উদ্ধার দুই কিশোরী

অবরুদ্ধ গাজা উপত্যকার দেইর ইল-বালাহ শহরের একটি মুরগি হ্যাচারির ভবনের ধ্বংসস্তূপ থেকে চারদিন পর জীবিত দুই কিশোরীকে উদ্ধার করেছে উদ্ধারকারীরা। এই ভবনে ট্যাংক হামলা করেছিল ইসরায়েলি সেনাবাহিনী। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

প্রতিবেদন থেকে জানা গেছে, দেইর ইল-বালাহ শহরের একটি মুরগি হ্যাচারির ভবনে বেশ কিছু বাস্তুহারা মানুষ আশ্রয় নিয়েছিলেন। সেখানেই ট্যাংক হামলা করে ইসরায়েলি বাহিনী। এই মানুষগুলোকেই কিছু দিন আগে উত্তর গাজা থেকে জোর করে বাস্তুচ্যুত করেছিল ইসরায়েলি সেনারা।

ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া মারিয়া আবু সাফি বলেন, মধ্য রাতে হঠাৎ ঘুম ভেঙ্গে গেলে, শক্ত কিছু অনুভব করি। হাত তুলতেই দেখি আমার উপরে একটি দেয়াল। সেসময় ব্যথা পেয়ে আবার ঘুমিয়ে যাই। একটু পরেই ছোট বোন লানার ব্যথার চিৎকার শোনে মারিয়া। তার পা বাক্স ও পাথরের স্তূপের নিচে আটকে আছে।

চার দিন ধ্বংসস্তূপের নিচে আটকে থাকার দুর্বিষহ সময়ের উল্লেখ করে মারিয়া বলেন, খাবার ও পানি ছাড়া চারদিন ধ্বংসস্তূপের নিচে আটকে পড়েছিলাম। আমরা বেরিয়ে আসার চেষ্টা করেছি কিন্তু আসতে পারিনি। আমাদের চারপাশ পাথরে ঘেরা ছিল।

প্রতিবেদন থেকে জানা গেছে, এই মুরগি হ্যাচারিতে প্রায় ৭২ জন বয়স্ক মানুষ এবং ৬২ জন শিশু আশ্রয় নিয়েছিল।