গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাত করতে চায় ইসরায়েল: জর্ডান

জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, যুদ্ধের মাধ্যমে গাজা থেকে ফিলিস্তিনিদের উৎখাত করার কৌশল বাস্তবায়ন করছে ইসরায়েল। এই যুদ্ধ আইনগতভাবে গণহত্যার মধ্যে পড়ে। রবিবার তিনি এই মন্তব্য করেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কাতারের দোহায় এক সংবাদ সম্মেলনে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদি বলেছেন, গাজায় আমরা যা দেখছি তা শুধু ইসরায়েল কর্তৃক নিরপরাধ মানুষকে হত্যা ও তাদের জীবিকা ধ্বংস নয়, এটি গাজাকে ফিলিস্তিনিশূন্য করার একটি পরিকল্পিত উদ্যোগ।

৭ অক্টোবর হামাসের হামলার পর গাজায় বিমান হামলা ও স্থল অভিযান শুরু করেছে ইসরায়েল। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ১৭ হাজার ছাড়িয়ে গেছে, গাজা উপত্যকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

দখলকৃত পশ্চিম তীরের সঙ্গে সীমান্ত থাকা জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ইসরায়েল বিদ্বেষের জন্ম দিয়েছে, যা পুরো অঞ্চল ও আগামী প্রজন্মকে তাড়িয়ে বেড়াবে।

তিনি আরও বলেছেন, এই যুদ্ধ থামাতে বিশ্ব ঐক্যবদ্ধভাবে দাবি তোলেনি এখনও। এই যুদ্ধ গণহত্যার আইন সংজ্ঞার মধ্যে পড়ে।

এই অভিযোগের বিষয়ে ইসরায়েলি সরকারের মুখপাত্র আইলন লেভি বলেছেন, এগুলো আপত্তিজনক ও মিথ্যা অভিযোগ।