ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় গত চব্বিশ ঘণ্টায় ১৬৬ জন নিহত হয়েছেন। রবিবার (২৪ ডিসেম্বর) হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
খবরে বলা হয়েছে, রবিবার সকালে উত্তর গাজার জাবালিয়াতে বোমাবর্ষণ করেছে ইসরায়েল। দেশটি দাবি করেছে, এলাকাটিতে তারা অভিযানিক নিয়ন্ত্রণ প্রায় সম্পূর্ণ করেছে। তারা হামাস যোদ্ধাদের বিরুদ্ধে অন্যান্য এলাকাতেও বিস্তৃত করার প্রস্তুতি নিচ্ছে।
জাবালিয়ার বাসিন্দারা জানিয়েছেন, যুদ্ধবিমান ও ট্যাংক দিয়ে ইসরায়েলের বোমা ও গোলাবর্ষণ অব্যাহত রয়েছে।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত চব্বিশ ঘণ্টায় আহত হয়েছেন ৩৮৪ জন। মোট আহতের সংখ্যা ৫৪ হাজার ৩৬জন। নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২০ হাজার ৪২৪ জনে।
গাজার মিডিয়া কার্যালয় জানিয়েছে, ৭ অক্টোবর থেকে ইসরায়েলি হামলায় নিহত সাংবাদিকদের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১০৩ জনে।
ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি শাসকের কয়েক দশক ধরে চলা সহিংসতার প্রতিক্রিয়ায় গত ৭ অক্টোবর দখলদারদের বিরুদ্ধে ‘অপারেশন আল-আকসা স্টর্ম’ নামে আকস্মিক হামলা চালায় হামাস। এর জবাবে ওই দিনই গাজায় পাল্টা বিমান হামলা শুরু করে ইসরায়েল। পরে গাজায় স্থল অভিযানও শুরু করে তারা। যা এখনও চলছে।