গাজায় হামলার তীব্রতা বাড়ানোর অঙ্গীকার নেতানিয়াহুর

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, গাজায় হামাসের বিরুদ্ধে ইসরায়েলের সেনাবাহিনীর লড়াইয়ের তীব্রতা আরও বাড়বে। সোমবার (২৫ ডিসেম্বর) নিজ দলের নেতা-কর্মীদের বলেছেন, সকালে তিনি গাজা সফর করেছেন এবং সেখানে সামরিক অভিযান শেষ হওয়ার মতো অবস্থায় পৌঁছায়নি। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ক্ষমতাসীন লিকুদ পার্টির এক বৈঠকে নেতানিয়াহু বলেছেন, গাজায় ইসরায়েলি সেনাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন তিনি। এসময় তাদের লড়াই অব্যাহত রাখতে বলেছেন।

তিনি বলেন, তারা আমাকে মাত্র একটি বিষয় বলেছে: আমরা থামব না এবং শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাব। তাই আমরা থামব না। আগামী দিনগুলোতে লড়াই আরও তীব্র হবে। এটি একটি দীর্ঘ লড়াই হবে এবং লড়াইয়ের অবসান এখনও অনেক দূরে।

৭ অক্টোবর গাজার  শাসক গোষ্ঠী হামাস ও ইসরায়েলের মধ্যকার সংঘাতের শুরু হয়। ওই দিন হামাস যোদ্ধারা ইসরায়েলে হামলা চালিয়ে প্রায় ১২০০ জনকে হত্যা ও ২৪০ জনকে জিম্মি করে গাজায় নিয়ে আসে। জবাবে গাজায় ইসরায়েলি হামলায় ২০ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েলের দাবি, শতাধিক ব্যক্তিকে মুক্তি দেওয়ার পর এখনও গাজায় ১৩২ জন জিম্মি রয়েছেন।

হামাসকে ধ্বংসের প্রতিজ্ঞা করা নেতানিয়াহু এমন সময় এই মন্তব্য করলেন যখন ইসরায়েলের কট্টর মিত্র যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছেন গাজায় অভিযানের তীব্রতা কমিয়ে আনা উচিত।

এদিকে, ইসরায়েল ও আরব সংবাদমাধ্যমের খবরে দাবি করা হয়েছে, ফিলিস্তিন ও ইসরায়েলের সংঘাত অবসানে একটি যুদ্ধবিরতির পরিকল্পনা তুলে ধরেছে মিসর। এতে দেড় মাসের যুদ্ধবিরতিতে ধাপে ধাপে ইসরায়েলি জিম্মি ও ফিলিস্তিনি বন্দিদের মুক্তির প্রস্তাব দেওয়া হয়েছে। পরে ইসরায়েলি অভিযান স্থগিত হবে।

তবে এখন পর্যন্ত ইসরায়েল ও হামাস যুদ্ধবিরতির আহ্বান প্রত্যাখ্যান করে আসছে।