গাজায় বিমান থেকে মানবিক সহায়তা ফেলেছে ফ্রান্স-জর্ডান

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ফ্রান্স ও জর্ডান সাত টন মানবিক সহায়তা ফেলেছে। শুক্রবার (৫ জানুয়ারি) এই তথ্য জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এই খবর জানিয়েছে।

এলিসি প্রাসাদের বরাত দিয়ে মিডিয়া রিপোর্টে বলা হয়েছে, বৃহস্পতিবার গভীর রাতে দুটি সামরিক বিমান গাজায়েএই মানবিক সহায়তা নিয়ে যায়। এদের মধ্যে একটি বিমান ফ্রান্সের এবং অপরটি জর্ডানের।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ম্যাক্রোঁ লিখেছেন, গাজায় মানবিক পরিস্থিতি এখনও সংকটজনক।

তিনি আরও বলেন, ‘একটি কঠিন প্রেক্ষাপটে, গাজার জনসংখ্যা ও যাদের সাহায্য প্রয়োজন তাদের কাছে বিমানের মাধ্যম সহায়তা প্রদান করেছে ফ্রান্স এবং জর্ডান।

৭ অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের আন্তঃসীমান্ত আক্রমণের পর থেকে গাজা উপত্যকায় নিরলস বিমান ও স্থল হামলা শুরু করেছে ইসরায়েল।

গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের মতে, ইসরায়েলের এই হামলায় এখন পর্য্নত অন্তত ২২ হাজার ৬০০ ফিলিস্তিনি নিহত এবং ৫৭ হাজার ৯১০ জন আহত হয়েছে।

ধারণা করা হচ্ছে, হামাসের ওই হামলায় দক্ষিণ ইসরায়েলে প্রায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনীর হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে গাজা। অঞ্চলটির ৬০ শতাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে। খাদ্য, বিশুদ্ধ পানি এবং ওষুধের তীব্র সংকটের মধ্যে বাস্তুচ্যুত হয়েছে প্রায় ২০ মিলিয়ন বাসিন্দা।