গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের চাপ দিতে হবে: জর্ডানের রাজা

গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের চাপ দিতে হবে। রবিবার (০৭ জানুয়ারি) মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেনকে এক বৈঠকে এ কথা বলেছেন জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ বিন আল-হুসেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে জর্ডানের রয়্যাল কোর্টের এক বিবৃতিতে বলা হয়েছে, ব্লিঙ্কেনকে গাজার বিপর্যয়কর পরিণতি সম্পর্কে সতর্ক করা হয়েছে।

ব্লিঙ্কেনকে গাজার বিপর্যয়কর পরিণতি সম্পর্কে সতর্ক করার পর রাজা দ্বিতীয় আবদুল্লাহ বলেছেন, গাজায় যুদ্ধবিরতির জন্য ইসরায়েলের ওপর চাপ সৃষ্টি করে শান্তি স্থাপনে ভূমিকা পালন করতে পারে যুক্তরাষ্ট্র।

প্রতিবেদন থেকে জানা গেছে, রবিবার (০৭ জানুয়ারি) জর্ডানের রাজা দ্বিতীয় আবদুল্লাহ বিন আল-হুসেনের সঙ্গে বৈঠক করেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। মধ্যপ্রাচ্য কূটনৈতিক মিশনে জর্ডানের পররাষ্ট্রমন্ত্রী আয়মান সাফাদির সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। তাছাড়া আম্মানে বিশ্ব খাদ্য কর্মসূচির গুদাম পরিদর্শন করেন ব্লিঙ্কেন।