গাজায় ইসরায়েলি যুদ্ধে বেসামরিকদের বিরুদ্ধে অপরাধ

আইসিসির তদন্ত চেয়ে চিলি ও মেক্সিকোর আহ্বানকে স্বাগত জানালো ফিলিস্তিন

গাজায় ইসরায়েলি যুদ্ধে বেসামরিকদের বিরুদ্ধে অপরাধ তদন্তের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি)-কে অনুরোধ জানিয়েছে চিলি ও মেক্সিকো। তাদের এই আহ্বানকে স্বাগত জানিয়েছে ফিলিস্তিন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

শুক্রবার ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই অনুরোধ আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য সবচেয়ে উদ্বেগের গুরুতর অপরাধ ঠেকানো, তদন্ত ও বিচার করার আদালতটির ম্যান্ডেট বাস্তবায়ন করার তাগিদকে তুলে ধরছে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইসরায়েলি কর্মকর্তারা থামছেন না, তারা গণহত্যামূলক যুদ্ধ চালিয়ে যাচ্ছেন।

এর আগে বৃহস্পতিবার গাজায় বেসামরিকদের বিরুদ্ধে সংঘটিত অপরাধ তদন্তের জন্য আইসিসির প্রতি আহ্বান জানিয়েছে।

আর চিলির রাজধানী সান্তিয়াগোতে পররাষ্ট্রমন্ত্রী আলবার্তো ভ্যান ক্লাভেরেন এক সংবাদ সম্মেলনে বলেছেন, ফিলিস্তিনি বা ইসরায়েলি কর্তৃক হোক না কেন, সম্ভাব্য যেকোনও যুদ্ধাপরাধ তদন্তকে তার দেশ স্বাগত জানায়।

উল্লেখ্য, ৭ অক্টোবর ইসরায়েলের দক্ষিণে হামাসের হামলার জবাবে গাজায় আগ্রাসন চালাচ্ছে ইসরায়েলের সেনাবাহিনী। হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, এখন পর্যন্ত গাজায় প্রায় ২৫ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছে। অঞ্চলটির মোট জনসংখ্যার ৮৫ শতাংশই বাস্তুচ্যুত হয়েছে।