লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে ইসরায়েলি হামলা

লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলার দাবি করেছে ইসরায়েল। সোমবার (২৩ জানুয়ারি) ইসরায়েলি বিমান বাহিনী বলেছে, দক্ষিণ লেবাননের লেইদা এবং ইতারুন গ্রামে হিজবুল্লাহর সন্ত্রাসী অবকাঠামো এবং পর্যবেক্ষণ পোস্টেআঘাত করেছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এই খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ইসরায়েলি বিমান বাহিনী জানিয়েছে, মাজদাল সালেম এলাকায় হিজবুল্লাহর একটি ‘সামরিক কাঠামো’তেও আঘাত করেছে ইসরায়েল।

গতকাল ইভেন মেনাচেম শহরের চারপাশে ইসরায়েলি সেনাদের একটি সমাবেশে রকেট নিক্ষেপ করার দাবি করেছিল হিজবুল্লাহ। সেখানে তারা ‘সরাসরি আঘাত’ করেছিল।

ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট বলেছেন, ‘উত্তর সম্প্রদায়ের নিরাপদে নিজ বাড়িতে ফিরে আসার নিশ্চয়তা’ না দেওয়া পর্যন্ত লেবানিজ গোষ্ঠীর ওপর হামলা বন্ধ করবে না ইসরায়েল।