ইরাক ও সিরিয়ায় ইরানি লক্ষ্যবস্তুতে সিরিজ হামলা চালাবে যুক্তরাষ্ট্র

ইরাক ও সিরিয়ায় ইরানি কর্মী ও স্থাপনাসহ একাধিক লক্ষ্যবস্তুতে সিরিজ হামলার পরিকল্পনার অনুমোদন দিয়েছে যুক্তরাষ্ট্র। বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) এই হামলার অনুমোদন দেওয়ার বিষয়টি মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম সিবিএস। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্কিন কর্মকর্তারা বলেছেন, কয়েক দিন ধরে এসব হামলা চলবে। আবহাওয়া পরিস্থিতির ওপর নির্ভর করবে কখন হামলা শুরু হবে।

কিন্তু যুক্তরাষ্ট্রের অনুমোদন দেওয়া হামলার ধরণ কেমন হবে সেই বিষয়ে কিছু জানায়নি সিবিএস। তবে এর আগে বলা হয়েছিল, ইরানের সঙ্গে যুদ্ধ না করে কীভাবে ইরান-সমর্থিত মিলিশিয়াদের শাস্তি দেওয়া যায় তা মার্কিন কর্মকর্তাদের জানা আছে।

যে কর্মকর্তারা সিবিএস নিউজের সঙ্গে কথা বলেছেন তারা হামলার সম্ভাব্য সময়সীমা সম্পর্কে কোনও ধারণা দেননি। তারা বলেছেন, মার্কিন সেনাবাহিনী প্রতিকূল আবহাওয়াতেও হামলা চালাতে পারে। কিন্তু তারা অনুকূল আবহাওয়ায় হামলা চালাতে পছন্দ করবেন। কারণ এতে বেসামরিকদের আঘাতের ঝুঁকি কমানোর সুযোগ থাকে। 

জর্ডান-সিরিয়া সীমান্তের কাছে ড্রোন হামলায় তিন মার্কিন সেনা নিহত হওয়ার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন বলেছিলেন, এই সপ্তাহে সিরিয়ার সীমান্তের কাছে উত্তরপূর্ব জর্ডানে ড্রোন হামলার জবাব বিভিন্নভাবে দেওয়া হতে পারে। পর্যায়ক্রমে আঘাত আসবে।

ইসরায়েল-গাজা সংঘাত শুরু হওয়ার পর মার্কিন বাহিনীর বিরুদ্ধে এটিই ছিল প্রথম প্রাণঘাতী হামলা। এই হামলার দায় স্বীকার করেছিল ইরান সমর্থিত ইরাকি সশস্ত্র গোষ্ঠী কাতাইব হিজবুল্লাহ।