ইস্যু গাজায় যুদ্ধবিরতি

মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে সিআইএ, মোসাদ প্রধান ও কাতারি প্রধানমন্ত্রীর বৈঠক

গাজায় যুদ্ধবিরতি ইস্যুতে মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) প্রধান উইলিয়াম বার্নস, ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের, কাতারি প্রধানমন্ত্রী মোহাম্মদ আবদুলরহমান আল-থানি মিসরীয় কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) কায়রোতে এই বৈঠক অনুষ্ঠিত হয়। মিসরীয় সংবাদমাধ্যমকে উদ্ধৃত করে ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মিসরীয় গোয়েন্দা সংস্থা সংশ্লিষ্ট সংবাদমাধ্যম আল-কাহেরা নিউজের খবরে বলা হয়েছে, গাজা উপত্যকায় সংঘাতরত হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতির জন্য ক্রমবর্ধমান আন্তর্জাতিক চাপের মধ্যে চার দেশীয় বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে।

ইসরায়েলি গোয়েন্দা সংস্থা বলেছে, গাজায় লড়াই থামানোর লক্ষ্যে হামাসের প্রস্তাব পর্যালোচনা করছে তারা।

ইসরায়েলি কর্তৃপক্ষের মতে, ফিলিস্তিনের সশস্ত্র গোষ্ঠী হামাসের যোদ্ধারা ৭ অক্টোবর দক্ষিণ ইসরায়েলে হামলা চালিয়ে এক হাজার ২০০ ইসরায়েলিকে হত্যা করেছে। এসময় কমপক্ষে ২৫০ জনকে জিম্মি করে নিয়ে যায় সশস্ত্র যোদ্ধারা।

জবাবে গাজায় বোমাবর্ষণ ও পরে স্থল অভিযান শুরু করে ইসরায়েলি সেনাবাহিনী। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, চলমান ইসরায়েলি আগ্রাসনে গাজায় নিহত ফিলিস্তিনির সংখ্যা ২৮ হাজার ৩০০ ছাড়িয়েছে। আহত হয়েছেন অর্ধলক্ষাধিক।