লেবাননে ‘তীব্র হামলা’ শুরু করেছে ইসরায়েল

লেবাননে তীব্র হামলা শুরু করেছে ইসরায়েল। বুধবার (১৪ ফেব্রুয়ারি) লেবাননের কয়েকটি গ্রামে ইসরায়েলি হামলায় কয়েকটি ভবনে আগুন লেগে গেছে। উত্তর ইসরায়েলে একটি রকেট হামলায় এক নারী নিহত ও কয়েক জন আহত হওয়ার পর এই হামলা শুরু হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

ইসরায়েল সীমান্তে নিয়মিত হামলা চালিয়ে আসলেও বুধবার রকেট হামলার দায় স্বীকার করেনি ইরানপন্থি সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ৭ অক্টোবর থেকে হামাস-ইসরায়েল সংঘাত শুরুর পর থেকে দুই দেশ পাল্টাপাল্টি গোলাবর্ষণ করে আসছে।

ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র ড্যানিয়েল হাগারি সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, লেবাননের ভূখণ্ডে তীব্র হামলা শুরু করেছে যুদ্ধবিমান। 

তিনি আরও বলেছেন, আগামী কয়েক ঘণ্টার মধ্যে এসব বিমান হামলা সম্পর্কে বিস্তারিত জানানো হবে।

ইসরায়েলের সেনাবাহিনী দাবি করেছে, লেবানন থেকে উত্তর ইসরায়েলের সাফেদ এলাকায় হামলা হয়েছে। সেনবাহিনীর উত্তরাঞ্চলীয় কমান্ড সেন্টারকে টার্গেট করে এই হামলা চালানো হয়েছিল।