১৬টি রুশ ড্রোন বিধ্বস্তের দাবি ইউক্রেনের

১৬টি রুশ ড্রোন বিধ্বস্তের দাবি করেছে ইউক্রেনীয় বাহিনী। রবিবার (২৫ ফেব্রুয়ারি) সফলভাবে রুশ ড্রোন ভূপাতিত করার কথা জানিয়েছে বাহিনীটি। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ ৭৩২তম দিনে গড়িয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

রুশ ড্রোন ধ্বংসের পর ইউক্রেনীয় সামরিক বাহিনী জানিয়েছে, ধারাবাহিকভাবে ১৮টি ড্রোন উৎক্ষেপণ করেছিল রুশ বাহিনী। সেই ১৮টি ড্রোনের মধ্যে ১৬টি ভূপাতিত করেছে ইউক্রেনীয় বাহিনী।

ড্রোন ধ্বংসের স্থান উল্লেখ করে ইউক্রেনীয় বিমান বাহিনী জানিয়েছে, ভিন্ন ভিন্ন আট স্থানে রুশ ড্রোনগুলো ধ্বংস করা হয়েছে। ইউক্রেনের রাজধানী কিয়েভসহ পশ্চিম ও দক্ষিণাঞ্চলে ড্রোন বিধ্বস্ত করা হয়েছে।

ইউক্রেনীয় বিমান বাহিনী আরও জানিয়েছে, ইউক্রেনকে লক্ষ্য করে উৎক্ষেপণ করা সবগুলো ড্রোনই ইরানের তৈরি।