লোহিত সাগরে হুথিদের ১৫টি ড্রোন ভূপাতিতের দাবি যুক্তরাষ্ট্রের

লোহিত সাগরে হুথিদের ছুড়ে মারা ১৫টি ড্রোন ভূপাতিত করার দাবি করেছে মার্কিন নেতৃত্বাধীন জোট। শুক্রবার (৮ মার্চ) নৌবাহিনীর জাহাজ ও বিমান গুলি করে ওই ড্রোনগুলোকে ভূপাতিত করে। কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এ খবর জানিয়েছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) শনিবার এক বিবৃতিতে জানিয়েছে, ইরান-সমর্থিত হুথি সশস্ত্র গোষ্ঠীর হামলার জবাব দিয়েছে মার্কিন নেতৃত্বাধীন নৌ জোট। লোহিত সাগর ও এডেন উপসাগরে স্থানীয় সময় ভোর ৪টা থেকে সাড়ে ৬টার মধ্যে মার্কিন জাহাজ ও সামরিক জাহাজের ওপর হামলা চালায় হুথিরা।  

হুথি সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, লোহিত সাগর ও এডেন উপসাগরে তারা দুইটি সামরিক অভিযান চালান। এডেন উপসাগরে মার্কিন পণ্যবাহী জাহাজকে লক্ষ্য করে প্রথম হামলাটি চালানো হয়। এরপর মার্কিন সামরিক ড্রেস্টয়ার জাহাজকে লক্ষ করে অন্তত ৩১টি ড্রোন হামলালা চালানো হয়।  

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সেন্টকম জানায়, হঠাৎ উড়ে আসা এক ছোট বিমান এই অঞ্চলকে মার্কিন নৌবাহিনী ও জোটের জাহাজগুলোকে হুমকিতে ফেলতে পারে ।

ফলে বিশ্বের অন্যান্য দেশের বাণিজ্যিক জাহাজের চলাচলকে নির্বিঘ্ন ও আন্তর্জাতিক জলসীমাকে আরও নিরাপদ করতে ওই ড্রোনগুলো লক্ষ করে পাল্টা হামলা চালানো জরুরি বলেও জানিয়েছে সেন্টকম।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে এই অঞ্চলে কিছুদিন ধরেই বাণিজ্যিক জাহাজগুলোকে লক্ষ্য করে হামলা চালাচ্ছেও হুথিরা। তাদেরকে বাধা দিতে পালটা হামলা হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্রও।