গাজায় আরও দুটি হাসপাতাল অবরোধ করেছে ইসরায়েল

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় উপত্যকায় আরও দুটি হাসপাতাল অবরোধ করেছে ইসরায়েলি সেনারা। ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট সোসাইটি বলেছে, রবিবার (২৪ মার্চ) এই দুটি হাসপাতাল  অবরোধ করা হয়েছে। এতে করে তুমুল গোলাগুলির মধ্যে আটকা পড়েছেন চিকিৎসাকর্মীরা। টানা কয়েক দিন ধরে গাজার প্রধান হাসপাতাল আল-শিফাতে চলমান সংঘর্ষে ৪৮০ যোদ্ধাকে বন্দি করার পর এই দুটি হাসপাতাল অবরোধ করলো ইসরায়েলি সেনাবাহিনী। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী দাবি করে আসছে, গাজার হাসপাতালগুলোকে নিজেদের ঘাঁটি হিসেবে ব্যবহার করে আসছে হামাস গোষ্ঠী। হামাস ও হাসপাতাল কর্তৃপক্ষ এমন অভিযোগ অস্বীকার করে আসছে।

ফিলিস্তিনি রেড ক্রিসেন্ট বলেছে, খান ইউনিসে তুমুল সংঘর্ষের মধ্যে আল-আমাল ও নাসের হাসপাতালে ইসরায়েলি ট্যাংক হুট করে প্রবেশের ফলে তাদের এক কর্মী নিহত হয়েছেন। 

দাতব্য সংস্থাটি বলেছে, আল-আমাল হাসপাতাল ঘিরে ফেলেছে ইসরায়েলি সেনারা। তারা বুলডোজার দিয়ে অভিযান চালাচ্ছে। আমাদের সব কর্মী বিপজ্জনক ঝুঁকিতে রয়েছেন। কারণ তাদের বের করে আনা সম্ভব হচ্ছে না।

সংস্থাটি আরও বলেছে, ইসরায়েল হাসপাতালটি সম্পূর্ণ খালি করার দাবি জানাচ্ছে। হাসপাতালে কর্মী ও রোগীদের পাশাপাশি বাস্তুচ্যুত মানুষেরাও আশ্রয় নিয়েছেন।

ইসরায়েলি সেনাবাহিনী বলছে, তারা খান ইউনিসে জঙ্গি অবকাঠামোতে হামলা চালাচ্ছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, প্রায় এক সপ্তাহ ধরে ইসরায়েলি নিয়ন্ত্রণে থাকা আল-শিফা হাসপাতাল থেকে কয়েক ডজন রোগী ও চিকিৎসাকর্মীকে আটক করেছে ইসরায়েল।

গত ৭ অক্টোবর থেকে ইসরায়েলি অভিযানে অন্তত ৩২ হাজার ২২৬ ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত কমপক্ষে ৭৪ হাজার ৪১২ জন। আর হামাসের হামলায় এক হাজার ১৩৯ ইসরায়েলি নিহত হয়েছে।