রুশ পতাকার রঙে আলোকিত দুবাইয়ের বুর্জ খলিফা

মস্কোর ক্রোকাস সিটি হলে কনসার্টে সন্ত্রাসী হামলার নিহত ও আহতদের প্রতি শ্রদ্ধা জানাতে বিশ্বের সর্বোচ্চ ভবন দুবাইয়ের বুর্জ খলিফাকে রাশিয়ার পতাকার রঙে আলোকিত করা হয়েছে। রবিবার দুবাই কর্তৃপক্ষ এবং ডেভেলপমেন্ট কোম্পানি ইমার উদ্যোগে এই আলোক প্রক্ষেপণ কয়েক মিনিট চলে। পাশাপাশি খলিফা ইউনিভার্সিটির ভবন, তেল কোম্পানি এডিএনওসি, প্রদর্শনী সংস্থা এডিএনইসি এবং আরও কিছু ভবন রাশিয়ার পতাকার রঙে আলোকিত করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের বার্তা সংস্থা ডব্লিউএএম এ খবর জানিয়েছে।

ডব্লিউএএম জানিয়েছে, বুর্জ খলিফায় আরবি এবং ইংরেজিতে লেখা ‘সংযুক্ত আরব আমিরাত রাশিয়াকে সমর্থন করে’ ফুটে ওঠে। সংহতির এই উদ্যোগটি সব  ধরনের সহিংসতা ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাতের স্পষ্ট বিরোধিতা নিশ্চিত করে। সহিংসতা ও সন্ত্রাসবাদ অস্থিতিশীল করার লক্ষ্যে পরিচালিত হয় এবং এই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এটি আরও প্রমাণ করে যে সংযুক্ত আরব আমিরাতের নেতারা এবং জনগণ সন্ত্রাসী হামলার বিরুদ্ধে সংগ্রামে রাশিয়া এবং দেশটির জনগণকে সমর্থন করে।’

মস্কোর কাছে শুক্রবার ক্রাসনোগর্স্ক শহরের ক্রোকাস সিটি হলে একটি কনসার্ট চলাকালে সন্ত্রাসী হামলা হয়। রাশিয়ার তদন্ত কমিটি জানিয়েছে, হামলায় নিহতের সংখ্যা ১৩৩ জন।

রাশিয়ার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মতে, হামলায় আহত  হয়েছেন আরও ১৪৭ জন আহত হয়েছেন। সন্ত্রাসী হামলার সঙ্গে জড়িত এগারোজন সন্দেহভাজনকে গ্রেফতার করা হয়েছে, যার মধ্যে চারজন হামলাকারী  বন্দুকধারী রয়েছে যারা ইউক্রেন সীমান্তের দিকে যাওয়ার চেষ্টা করছিল। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২৪ মার্চ রাশিয়ায় শোক দিবস ঘোষণা করেছেন।