জিম্মি চুক্তি নিয়ে হামাসকে চাপ দেওয়ার আহ্বান বাইডেনের

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি এবং জিম্মি চুক্তি নিয়ে এই সপ্তাহান্তে আলোচনা হতে যাচ্ছে। সশস্ত্র গোষ্ঠী হামাসকে এই আলোচনায় রাজি করাতে চাপ দেওয়ার জন্য মিসর ও কাতারের প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। কায়রোতে হতে যাওয়া নতুন দফা এ আলোচনার আগে শুক্রবার (৫ এপ্রিল) এই আহ্বান জানিয়েছেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

এক মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, কায়রোতে অনুষ্ঠেয় এই আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন সিআইএ পরিচালক বিল বার্নস।

বাইডেন প্রশাসনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেছেন, মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানিকে জিম্মি আলোচনার বিষয়ে চিঠি লিখেছেন বাইডেন। একইসঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ‘তাদের একটি চুক্তিতে রাজি হওয়া ও সেটি মেনে চলার বিষয়ে হামাসের কাছ থেকে নেওয়া প্রতিশ্রুতি রক্ষা নিশ্চিত করার তাগিদ দিয়েছেন।’

বৃহস্পতিবার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন বাইডেন। এসময় তারা চলমান জিম্মি আলোচনা এবং কায়রোতে হতে যাওয়া আলোচনার বিষয়েও কথা বলেন।

হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি বলেছেন, যত তাড়াতাড়ি সম্ভব একটি চুক্তিতে পৌঁছানোর লক্ষ্যে কায়রোতে অংশ নিতে যাওয়া আলোচকদের ক্ষমতায়নের ব্যাপারেও নেতানিয়াহুকে তাগিদ দিয়েছেন বাইডেন।

সাম্প্রতিক প্রস্তাবের অধীনে হামাসের হাতে আটক অসুস্থ, বয়স্ক এবং আহত জিম্মিদের মুক্তির বিনিময়ে ছয় সপ্তাহের একটি যুদ্ধবিরতির প্রস্তাব রাখা হয়েছে। এতে ইসরায়েল এবং হামাস সম্মত হবে বলে আশা করা হচ্ছে।

বাইডেন কর্মকর্তা বলেছিলেন, ‘অসুস্থ, আহত, বয়স্ক এবং যুবতী নারী জিম্মিদের মুক্তি দিতে হামাস রাজি হলেই গাজায় আজ একটি যুদ্ধবিরতি হবে।’

‘জিম্মিদের মুক্তি দেওয়া এবং দীর্ঘস্থায়ী যুদ্ধবিরতির মাধ্যমে গাজার জনগণের জন্য ত্রাণ ফিরিয়ে আনার দায়িত্ব হামাসের ওপর’ নির্ভর করছে বলে মনে করছেন এই কর্মকর্তা।