পশ্চিম তীরে শিশুসহ ১৫ ফিলিস্তিনি গ্রেফতার

পশ্চিম তীরের হেবরন, জেরুজালেম, রামাল্লা, বেথলেহেম ও জেনিন থেকে শিশুসহ অন্তত ১৫ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। রবিবার (৭ এপ্রিল) তাদের গ্রেফতারের বিষয়ে জানিয়েছে ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে একজন শিশু, দুই জন সাবেক কারা বন্দি ও বিরজাইট বিশ্ববিদ্যালয়ের একজন স্নাতক ছাত্র রয়েছেন।

ফিলিস্তিনি প্রিজনার্স সোসাইটি আরও জানিয়েছে, গ্রেফতার অভিযানের মাধ্যমে ফিলিস্তিনিদের ব্যাপক হয়রানি করছে দখলদার বাহিনী।

শুধু তাই না, আটক ব্যক্তিদের মারধর এবং তাদের পরিবারের বিরুদ্ধে হুমকি দিচ্ছে ইসরায়েলি বাহিনী। তাছাড়া হত্যা করার জন্য সরাসরি গুলি চালানোসহ, ব্যাপক নাশকতা ও নাগরিকদের বাড়িঘর ধ্বংস করছে দখলদাররা।

প্রিজনার্স সোসাইটি জানিয়েছে, ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত অন্তত আট হাজার ১০০ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি দখলদার বাহিনী।