গাজায় যুদ্ধবিরতি: কায়রোতে আলোচনায় থাকবে ইসরায়েল

মিসরের কায়রোতে গাজায় চলমান সংঘাতে যুদ্ধবিরতি ও ইসরায়েলি জিম্মিদের মুক্তির বিষয়ে সমঝোতার আলোচনায় অংশ নেবে ইসরায়েল। রবিবার (৭ এপ্রিল) ইসরায়েল সরকারের এক কর্মকর্তা এ কথা বলেছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কাতার, মিসর ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় শুরু হতে যাওয়া রবিবারের আলোচনায় ইসরায়েলের প্রতিনিধিদলের কায়রো সফরের বিষয়ে এই প্রথম কোনও আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া গেলো।

এর আগে শনিবার গাজার শাসক গোষ্ঠী হামাস জানিয়েছিল, মিসরীয় মধ্যস্থতাকারীদের আমন্ত্রণে কায়রোতে আলোচনার জন্য তারা একটি প্রতিনিধিদল পাঠাবে।

একই সঙ্গে হামাস বলেছে, জিম্মিদের মুক্তির যেকোনও আলোচনায় পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি ও উপত্যকা থেকে ইসরায়েলি সেনাদের প্রত্যাহারের শর্ত থাকতে হবে। এছাড়া বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের নিজ নিজ বসবাসের এলাকায় ফিরতে দিতে হবে।

রবিবারের আলোচনায় মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ-এর প্রধান বিল বার্নস, কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুলরহমান আল থানি উপস্থিত থাকবেন বলে ধারণা করা হচ্ছে।

টাইমস অব ইসরায়েল জানিয়েছে, ইসরায়েলি প্রতিনিধিদলে মোসাদ প্রধান ডেভিড বার্নিয়া ও অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিন বেট এর প্রধান রনেন বার আলোচনায় অংশ নিতে পারেন।

৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১২০০ জন নিহত ও ২৫০ জনকে জিম্মি করা হয়েছে বলে দাবি ইসরায়েলের। এই হামলার জবাবে গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ছয় মাসের ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৩ হাজার ১৭৫ জন।