ইসরায়েলে পণ্য রফতানিতে তুরস্কের নিষেধাজ্ঞা

গাজায় যুদ্ধবিরতির আগ পর্যন্ত ইসরায়েলে পণ্য রফতানিতে নিষেধাজ্ঞা জারি করেছে তুরস্ক। মঙ্গলবার (৯ এপ্রিল) তুরস্কের বাণিজ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, বিভিন্ন শ্রেণির ৫৪টি পণ্য রফতানিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। গাজায় একটি যুদ্ধবিরতি ঘোষণার আগ পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, অবিলম্বে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে।

এর আগে উড়োজাহাজ থেকে গাজায় ত্রাণ সামগ্রী ফেলার অনুরোধ ইসরায়েল প্রত্যাখ্যান করলে তুরস্ক পদক্ষেপ নেবে বলে ঘোষণা দিয়েছিল। এরপর এই নিষেধাজ্ঞা জারি করা হলো।

তুর্কি বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিষেধাজ্ঞা আরোপিত পণ্যের মধ্যে লৌহ ও স্টিলের পণ্য, নির্মাণ সামগ্রী, যন্ত্র রয়েছে।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের শুরু থেকে নিন্দা জানিয়ে আসছে তুরস্ক। আগ্রাসনবিরোধী জোরালো বক্তব্য দিলেও ইসরায়েলের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বজায় রেখেছিল তুরস্ক। যা দেশটিতে নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছিল।

৭ অক্টোবর হামাসের হামলায় প্রায় ১২০০ জন নিহত ও ২৫০ জনকে জিম্মি করা হয়েছে বলে দাবি ইসরায়েলের। এই হামলার জবাবে গাজায় আগ্রাসন শুরু করে ইসরায়েল। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, ছয় মাসের ইসরায়েলি আগ্রাসনে নিহত ফিলিস্তিনির সংখ্যা ৩৩ হাজার ছাড়িয়েছে।