ইসরায়েলের অনুরোধে নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক

ইসরায়েলে ইরানের হামলা নিয়ে রবিবার (১৪ এপ্রিল) জরুরি বৈঠকে বসতে যাচ্ছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। ইসরায়েলের ওপর ইরানের হামলার নিন্দা এবং ইরানের ইসলামি বিপ্লবী গার্ডস কর্পসকে (আইআরজিসি) সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত করতে শনিবারই নিরাপত্তা পরিষদকে চিঠি দিয়েছে ইসরায়েল। এরপরই স্থানীয় সময় রবিবার বিকেল চারটায় নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক ডেকেছে জাতিসংঘ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।  

জাতিসংঘে ইসরায়েলের রাষ্ট্রদূত গিলাদ এরদান শনিবার পরিষদের প্রেসিডেন্টকে এক চিঠিতে জরুরি বৈঠকের জন্য অনুরোধ করেছেন।

নিরাপত্তা পরিষদে পাঠানো ইসরায়েলের চিঠিতে বলা হয়েছে, আন্তর্জাতিক বিধিবিধান লঙ্ঘন করে বহুদিন ধরেই অস্থিরতা তৈরির কলকাঠি নাড়ছে ইরান। দেশটির ইসরায়েলের সার্বভৌমত্ব, আন্তর্জাতিক আইনকানুন এবং নিরাপত্তা পরিষদের প্রস্তাবগুলো মানছে না।

সেই সঙ্গে আইআরজিসিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার অনুরোধও করা হয়েছে চিঠিতে।

ইসরায়েলের অনুরোধের জবাবে পরিষদের প্রেসিডেন্ট ভেনেসা ফ্রাজিয়ের বলেছেন, ইরানের হামলা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য বিশাল হুমকি তৈরি করেছে।

এক্সে দেওয়া পোস্টে এরদান লিখেছেন, ইরানের হামলা বিশ্ব শান্তি ও নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। তিনি আশা করছেন, পরিষদ ইরানের বিরুদ্ধে দৃঢ় পদক্ষেপ নিতে সব ধরনের উপায় ব্যবহার করবে।

এর আগে ইরানের হামলার নিন্দা জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।