গাজায় যুদ্ধবিরতির আলোচনার অবস্থা ‘নাজুক’: কাতার

গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মিদের মুক্তির আলোচনার অবস্থা ‘নাজুক’ পর্যায়ে রয়েছে। বুধবার (১৭ এপ্রিল) যুদ্ধবিরতির বর্তমান আলোচনার অবস্থা জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গাজায় যুদ্ধবিরতির বিষয়ে বিস্তারিত কোনও কিছু না জানিয়েছে কাতারের পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান আল থানি জানিয়েছেন, যতটা সম্ভব যুদ্ধবিরতি আলোচনার বাধা দূর করার চেষ্টা করছি।

ফিলিস্তিনি ইসলামি দল হামাস এবং ইসরায়েল-অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি আগ্রাসনের নিন্দা জানিয়ে কাতারের প্রধানমন্ত্রী বলেন, ইসরায়েল সম্মিলিতভাবে সবাইকে শাস্তি দেওয়ার নীতি অনুসরণ করছে।

কাতার ও মিসরের মধ্যস্থতায় যুদ্ধবিরতি আলোচনা অব্যাহত রয়েছে। কারণ গাজায় ফিলিস্তিনিদের খাদ্য, ওষুধ এবং হাসপাতালে চিকিৎসা সরঞ্জামের ঘাটতি রয়েছে।

৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে গাজায় ইসরায়েলি আগ্রাসন অব্যাহত রয়েছে। ইসরায়েলের দেওয়া তথ্য মতে, হামাসের হামলায় এক হাজার ২০০ ইসরায়েলি নিহত হয়েছেন। আর হামাসের হাতে জিম্মি হয়েছেন ২৫৩ জন।

অপরদিকে, ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ইসরায়েলি বিমান হামলা এবং স্থল অভিযানে এখন পর্যন্ত ৩৪ হাজার ফিলিস্তিনি নিহত হয়েছেন।