গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে

গাজায় ইসরায়েলি আগ্রাসনে নিহতের সংখ্যা ৩৪ হাজার ছাড়িয়েছে। এদিকে, নিহতদের মধ্যে গত একদিনে ইসরায়েলি হামলায় ৪২ জন ফিলিস্তিনি প্রাণ হারিয়েছেন বলে শুক্রবার (১৯ এপ্রিল) জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে,  ইসরায়েলি হামলায় গত একদিনে ৪২ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। সেই সঙ্গে গাজায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪ হাজার ১২ জন। এদিকে, গত ২৪ ঘণ্টায় ৬৩ জন আহতের মধ্য দিয়ে মোট ৭৬ হাজার ৮৩৩ জন ফিলিস্তিনি আহত হয়েছেন।

অপরদিকে, ইসরায়েল জানিয়েছে, ৭ অক্টোবরের হামলার পর থেকে হামাসের হাতে এক হাজার ১৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন।

গাজার সরকারি কার্যালয় জানিয়েছে, গাজা শহর মানুষ এখন ‘চরম তৃষ্ণার্ত অবস্থায় বাস করছেন’। গত দুই সপ্তাহ আগে থেকেই গাজায় পানির সব কল বন্ধ হয়ে গেছে।

এদিকে, দক্ষিণ গাজা উপত্যকার রাফাহ থেকে আল জাজিরার সাংবাদিক হানি মাহমুদ জানিয়েছেন, গাজা উপত্যকায় প্রবেশকারী সহায়তার পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। কিন্তু তারপরও তা গাজাবাসীর জন্য পর্যাপ্ত না।