ইরাকি ঘাঁটিতে হামলায় জড়িত থাকার কথা অস্বীকার যুক্তরাষ্ট্রের

ইরাকে ইরানপন্থি মিলিশিয়া গোষ্ঠী পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ)-এর ঘাঁটিতে বিস্ফোরণের ঘটনায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্র। শনিবারের (২০ এপ্রিল) এই বিস্ফোরণকে হামলা হিসেবে দাবি করেছে পিএমএফ। এই হামলায় জড়িত থাকার কথা অস্বীকার করেছে যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

ইরাকের স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে কালসো সামরিক ঘাঁটিতে বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ঘাঁটিটি বাগদাদ থেকে প্রায় ৫০ কিলোমিটার (৩০ মাইল) দক্ষিণে অবস্থিত। বিমান হামলার কারণে এই বিস্ফোরণ ঘটেছে। এই হামলার জন্য গোষ্ঠীটি যুক্তরাষ্ট্রকে দায়ী করেছিল। তবে কেউ এই বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ড বলেছে, তারা ইরাকে কোনও বিমান হামলা চালায়নি।

মার্কিন সেনারা হামলাটি চালিয়েছে, এমন খবর সঠিক নয় উল্লেখ করে সামাজিক যোগাযোগমাধ্যমে সেন্ট্রাল কমান্ড বলেছে, আজ ইরাকে কোনও বিমান হামলা পরিচালনা করেনি যুক্তরাষ্ট্র।

এর আগে এক মার্কিন কর্মকর্তা বলেছিলেন, ইরাকে যুক্তরাষ্ট্রের কোনও সামরিক তৎপরতা ছিল না। 

ইরাকের নিরাপত্তা মিডিয়া সেল বলেছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বিস্ফোরণের সময় ওই অঞ্চলের আকাশে কোনও ড্রোন বা যুদ্ধবিমানের উপস্থিতি শনাক্ত করেনি। হামলায় এক পিএমএফ সদস্য নিহত ও অপর আটজন আহত হয়েছেন।

গত কয়েক মাসে ইরাক ও সিরিয়ায় মার্কিন সেনাদের অবস্থানে হামলা চালিয়েছে পিএমএফ গোষ্ঠীর সদস্যরা। এই গোষ্ঠীটি মূলত শিয়া। ইরাকি সশস্ত্রবাহিনী স্বাধীন সামরিক কাঠামো হিসেবে স্বীকৃতি ইরানপন্থি এই গোষ্ঠী।