গাজায় ৫০টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের

অবরুদ্ধা গাজা উপত্যকায় ৫০টি লক্ষ্যবস্তুতে হামলা করেছে ইসরায়েলি সেনাবাহিনী। মঙ্গলবার (২৩ এপ্রিল) এই হামলার দাবি করেছেন দেশটির সেনারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইসরায়েলি সেনাবাহিনী এ বিবৃতিতে জানিয়েছে, হামাসের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, টানেল ও সামরিক অবকাঠামোতে হামলা করা হয়েছে।

বিবৃতিতে আরও জানিয়েছে, মধ্য গাজায় ইসরায়েলি ট্যাংক হামলায় ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছেন।

এদিকে, ওই হামলার ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানায়নি ইসরায়েলি সামরিক বাহিনী।

ফিলিস্তিনি কর্মকর্তারা জানিয়েছেন, গাজার রাফাহ অঞ্চলের একটি বাড়িতে আশ্রয় নেওয়া সাতটি পরিবারের সদস্যসহ অনেকেই নিহত ও আহত হয়েছেন।

গাজায় ইসরায়েলি আগ্রাসনের আজ ২০১তম দিন। ফিলিস্তিনি কর্তৃপক্ষ জানিয়েছে, অবিরত ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৪ হাজার ১৮৩ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৭ হাজার ১৩৪ জন।

অপরদিকে, ৭ অক্টোবর হামাসের হামলার পর থেকে এক হাজার ১৩৯ জন ইসরায়েলি নিহত হয়েছেন।