হিজবুল্লাহর ঘাঁটিতে ইসরায়েলি পাল্টা হামলা

দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুতে পাল্টা হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলে হিজবুল্লাহর হামলার পর বুধবার (২৪ এপ্রিল) এই হামলা কথা জানিয়েছে দেশটি। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

আঞ্চলিক কাউন্সিলের বরাত দিয়ে ইসরায়েলের আরুৎজ শেভা সংবাদমাধ্যম জানিয়েছে, উত্তর ইসরায়েলের একটি গ্রামে দুটি বাড়িতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সেই হামলায় বাড়িঘরের ক্ষতি হলেও কোনও বেসামরিক হতাহতের ঘটনা ঘটেনি।

ওই হামলার পরিপ্রেক্ষিতেই হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালাচ্ছে ইসরায়েলি বাহিনী।

গাজা যুদ্ধের পর থেকে ইসরায়েলি ভূখণ্ডে সবচেয়ে সফল হামলার দাবি করে ইরান-সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ বলেছে, মঙ্গলবার ইসরায়েলের গুরুত্বপূর্ণ বন্দর শহর আকরের উত্তরে ইসরায়েলি সামরিক ঘাঁটির ওপর ড্রোন হামলা চালিয়েছে গোষ্ঠীটি।

কিন্তু ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, হিজবুল্লাহর ওই হামলা তাদের তেমন কোনও জায়গায় আঘাত হানতে পারেনি।