হামাসের ২৫টি লক্ষ্যবস্তুতে হামলার দাবি ইসরায়েলের

অবরুদ্ধ গাজা উপত্যকায় হামাসের ২৫টি সামরিক লক্ষ্যবস্তুতে হামলার করেছে ইসরায়েলি বাহিনী। শুক্রবার (২৬ এপ্রিল) এই হামলার দাবি করেছেন দেশটির সেনারা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, গাজা জুড়ে হামাসের অস্ত্রের ডিপো, উৎক্ষেপণ কেন্দ্র ও সামরিক ঘাঁটিতে হামলা করেছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি সেনারা আরও জানিয়েছেন, ওই হামলায় অনেক ফিলিস্তিনি যোদ্ধা নিহত হয়েছেন।

সামরিক বাহিনী জানিয়েছে, বেশিরভাগ হামলা মধ্য গাজায় চালানো হয়েছে। সেখানে বিমান হামলা এবং স্থল অভিযান চালিয়েছে ইসরায়েলি বাহিনী। শুধু তাই না, হামাসের শিবিরে পাশাপাশি তাদের আটটি গাড়িতে হামলা করেছেন ইসরায়েলি সেনারা।

জানা গেছে, গাজার রাফাহ ও খান ইউনিস এলাকার নুসিরাত শরণার্থী শিবিরে ইসরায়েলি হামলায় সাধারণ মানুষের অনেক ক্ষতি হয়েছে। অন্তত ১৫ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে।