সৌদি আরবে বৈশ্বিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট

সৌদি আরবে বৈশ্বিক নেতাদের সঙ্গে বৈঠক করবেন ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ)-এর সম্মেলনের সাইডলাইন বৈঠকে এই আলোচনা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রেসিডেন্ট বোর্জে ব্রেন্ডে। শনিবার (২৭ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ডব্লিউইএফ-এর প্রেসিডেন্ট বোর্জে ব্রেন্ডে এক সংবাদ সম্মেলনে বলেন, সৌদি আরবের রাজধানী রিয়াদে প্রায় সব প্রধান নেতারাই উপস্থিত থাকবেন। সেখানে গাজা ইস্যু নিয়ে আলোচনা হবে। আশা করা হচ্ছে, এই পুনর্মিলনীর আলোচনা শান্তির দিকে নিয়ে যাবে।

তিনি বলেন, কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান বিন জসিম আল থানিসহ আঞ্চলিক নেতাদের পাশাপাশি বৈঠকে যোগ দেবেন মাহমুদ আব্বাস ও মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন।

এই আলোচনায় সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী, ওমানের ক্রাউন প্রিন্স এবং বাহরাইনের কর্মকর্তারাও উপস্থিত থাকবেন। সেসময় গাজায় যুদ্ধের অবসান ঘটাতে শুক্রবার ইসরায়েলে অনুষ্ঠিত বৈঠক সম্পর্কে অবহিত করবেন মিসরের পররাষ্ট্রমন্ত্রী।

ব্রেন্ডে বলেন, এখন জিম্মি মুক্তি এবং সম্ভাব্য যুদ্ধবিরতির জন্য আলোচনা কিছুটা গতি আছে।