ইসরায়েল ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় বোমা হামলা শুরু করে। এর আগে হামাস সীমান্ত পেরিয়ে প্রায় ১ হাজার ২০০ মানুষ হত্যা এবং ২৫১ জনকে জিম্মি করে গাজায় নিয়ে যায়। এক সপ্তাহ পর স্থল অভিযান শুরু হলেও এটি দ্রুত শেষ হবে বলে ধারণা ছিল। তবে ১৫ মাস ধরে চলা এই সংঘর্ষ বুধবার যুদ্ধবিরতির ঘোষণার মধ্য দিয়ে শেষ হতে যাচ্ছে। এটি ইসরায়েলের ১৯৪৮ সালের স্বাধীনতার যুদ্ধের পর সবচেয়ে দীর্ঘ যুদ্ধ।
৭ অক্টোবর হামাসের হামলায় নিহতদের মধ্যে বেশিরভাগই বেসামরিক মানুষ। হামলার তীব্রতা যেমন নজিরবিহীন ছিল, ইসরায়েলের প্রতিক্রিয়াও তেমনই।
২০২৩ সালের নভেম্বরের স্বল্পকালীন যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তি চুক্তির পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হামাসের বিরুদ্ধে ‘সম্পূর্ণ বিজয়ের’ প্রতিশ্রুতি দেন।
গাজার সাধারণ মানুষের ওপর এই অভিযানের প্রভাব মানবাধিকার সংস্থাসহ বিভিন্ন মহল থেকে ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ ওঠে। দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচারিক আদালতে একটি মামলা দায়ের করে।
ইতিহাসবিদ ওমার বার্টোভ উল্লেখ করেছেন, ২০২৪ সালের মে মাসে ইসরায়েলের কর্মকাণ্ডকে ‘যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ’ হিসেবে চিহ্নিত করা সম্ভব।
গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের মতে, ইসরায়েলি হামলায় ৪৬ হাজারের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। এর মধ্যে ১৩ হাজার ৩১৯ শিশু রয়েছে। আহত হয়েছেন আরও ১ লাখ ১০ হাজার জন।
তবে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা আনুমানিক ১০ হাজার জনের মরদেহ উদ্ধার সম্ভব হয়নি। গবেষণা অনুযায়ী, প্রকৃত মৃতের সংখ্যা ৭০ হাজার ছাড়িয়ে যেতে পারে।
গাজায় ৯০ শতাংশ ঘরবাড়ি ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে। ১৯ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছেন, যা গাজার মোট জনসংখ্যার ৯০ শতাংশ। আশ্রয় শিবিরগুলোতে তীব্র দুর্দশার মধ্যে দিন কাটাচ্ছে লাখো মানুষ।
গাজার ৬৫৪টি স্বাস্থ্যকেন্দ্রে হামলা চালানো হয়। ১ হাজার ৬০ জন স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন। ৬ লাখ ৬০ হাজার শিক্ষার্থী এক বছরেরও বেশি সময় ধরে শিক্ষাবঞ্চিত। ৫৩৪টি স্কুল পুরোপুরি ধ্বংস হয়েছে।
ইসরায়েলের অবরোধের ফলে গাজার খাদ্য সংকট তীব্র হয়। ২০২৪ সালের নভেম্বরের হিসাবে ৯৬ শতাংশ শিশু এবং নারীরা পুষ্টিহীনতায় ভুগছেন।
যুদ্ধের প্রভাবে গাজার পরিবেশও বিপর্যস্ত। চাষাবাদের ৪০ শতাংশ জমি ধ্বংস এবং বিষাক্ত বর্জ্য মাটিতে মিশে গেছে।
যুদ্ধাপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে।