ইয়েমেন থেকে ইসরায়েলের দিকে ছোড়া দুটি ক্ষেপণাস্ত্র সফলভাবে প্রতিরোধ করেছে দেশটির সামরিক বাহিনী। বৃহস্পতিবার জেরুজালেমসহ অধিকৃত পশ্চিম তীরজুড়ে দুই দফায় সাইরেন বাজানো হয়। ইসরায়েলের সামরিক সূত্র এ তথ্য জানিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।
হুথিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দরের দিকে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং তেল আবিব অভিমুখে দুটি ড্রোন নিক্ষেপ করেছে তারা। তিনি জানান, ইসরায়েলি হামলা সত্ত্বেও ফিলিস্তিনিদের প্রতি সংহতির অংশ হিসেবে তারা হামলা অব্যাহত রাখবে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি অনুসারে হুথিরা লোহিত সাগরে মার্কিন জাহাজে হামলা স্থগিত রাখলেও ইসরায়েলের ওপর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি।
এর পাল্টা প্রতিক্রিয়ায় ইসরায়েলও ইয়েমেনে একাধিক বিমান হামলা চালায়। গত ৬ মে সানা বিমানবন্দরে হামলায় মারাত্মক ক্ষতি হয়। এর পরের সপ্তাহে হোদাইদা ও সালিফ বন্দরে আবার হামলা চালানো হয়।
২০২৩ সালের অক্টোবরে গাজায় হামাস-ইসরায়েল যুদ্ধ শুরুর পর থেকে ইয়েমেনের হুথি গোষ্ঠী ইসরায়েলের দিকে বহুবার ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। তবে অধিকাংশ হামলা ইসরায়েল প্রতিহত করেছে অথবা সেগুলো লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে।
হুথিদের দাবি, গাজা উপত্যকার নির্যাতিত ফিলিস্তিনিদের পাশে দাঁড়াতেই তারা এই পদক্ষেপ নিয়েছে।